চট্টগ্রামে করোনা : শনাক্তে ‘স্বপ্ন’, চোখ রাঙাচ্ছে ‘মৃত্যু’

করোনার ভয় দূর করে নতুন স্বপ্ন দেখছে চট্টগ্রামবাসী। সাম্প্রতিক সময়ের সবচেয়ে কম শনাক্ত হয়েছে চট্টগ্রামে। তবে বরাবরের মতো চোখ রাঙাচ্ছে ‘মৃত্যু’।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫২ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬ জন। শনাক্তের হার ৬.০৭ শতাংশ। তবে শনাক্তের এ সাফল্য হারিয়ে গেছে মৃত্যুতে।

আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, আক্রান্তও লাখো

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ করোনা রোগী। সোমবার (৬ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫২টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরমধ্যে ৫০ জন মহানগর এলাকার এবং ২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট সহ ১০টি ল্যাবে পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১২১ জন। এদের মধ্যে ৭২ হাজার ৭০২ জন মহানগর এলাকায় এবং ২৭ হাজার ৪১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm