চট্টগ্রামে করোনা: শনাক্তের সাফল্য চাপা পড়ছে মৃত্যুর আর্তনাদে

চট্টগ্রামে করোনা শনাক্তে লাগাম টানার সাফল্য চাপা পড়ছে মৃত্যুর আর্তনাদে।

চট্টগ্রামে ধীরে ধীরে কমছে করোনা শনাক্ত। কমছে শনাক্তের হারও। তবে কমছে না মৃত্যুর হাহাকার।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা: ৪ ল্যাব কেড়ে নিল সাতের সুফল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩৮ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। এর আগের দিন করোনা পজিটিভ হয়েছিলেন ৪৩৮ জন। শনাক্তের হার ছিল ১৯.৪৬ শতাংশ।

এদিকে চট্টগ্রামে করোনা শনাক্তের লাগাম টানা ধরা গেলেও কমছে না মৃত্যুর হাহাকার। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়ও ১১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর আগের দিনও মারা গিয়েছিলেন ১১ করোনা রোগী।

সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮ নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন। আক্রান্তদের মধ্যে ২২৬ জন নগরের এবং ১১২ জন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: করোনার টিকা—ইনজেকশন পুশ ছাড়াই কার্যকর শতভাগ!

গত ২৪ ঘণ্টায় ১১ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন নগরের এবং ৬ জন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm