চট্টগ্রামে করোনা : শনাক্তের সাফল্যে ফের মৃত্যুর আঘাত

চট্টগ্রামে অব্যাহত আছে করোনা শনাক্তের সাফল্যের ধারাবাহিকতা। তবে এই সাফল্যের মাঝেও ফের আঘাত হেনেছে মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন আরও এক করোনা রোগী। একই সময়ে ১ হাজার ৫০৬ নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৮ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ।

এর আগের দিন ১ হাজার ২৬৭ নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১ দশমিক ০২ শতাংশ। ওইদিনও চট্টগ্রামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্তে আলো, মৃত্যুতে মেঘ

বুধবার (১৯ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ মোট ১২টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে ৪ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

এদিন বিআইটিআইডি ল্যাবে ৪৩৯ নমুনা পরীক্ষায় ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৭১ নমুনা পরীক্ষা করে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮ নমুনা পরীক্ষায় ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১২ নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে আবার মৃত্যু, এবার শনাক্তও বাড়ল

এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২ হাজার ১৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৩ হাজার ৯১৫ জন নগরের এবং ২৮ হাজার ২২১ জন উপজেলার বাসিন্দা। অপরদিকে মারা যাওয়া ১ হাজার ৩১৬ জনের মধ্যে ৭২১ জন নগরের এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm