চট্টগ্রামে করোনা : রৌদ্রজ্জ্বল আকাশে হঠাৎ মেঘ

চট্টগ্রামে হঠাৎ বেড়ে গেছে করোনা রোগী। একদিনের ব্যবধানে করোনা রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি! এর সঙ্গে যোগ হয়েছে মৃত্যুর আর্তনাদ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ৪ জন। আগের দিন চট্টগ্রামে কোনো করোনা রোগী মারা না গেলে এদিন মৃত্যু হয়েছে একজনের।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১ ল্যাবে ১ হাজার ৪৩২ নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : ১৪ শূন্যে সুন্দর দিন

নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা। সবমিলিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৩২ জন। এর মধ্যে ৭৪ হাজার ৩৭ জন নগরের এবং ২৮ হাজার ২৯৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩২৯ জন। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৬ জন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!