চট্টগ্রামে করোনা : রেকর্ড বাড়ল, শনাক্তও

চট্টগ্রামে করোনায় সাফল্যের ধারা বজায় আছে। চারদিনের শূন্যের রেকর্ড অটুট আছে পঞ্চম দিনেও। গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে মারা যায়নি কোনো করোনা রোগী।

এদিকে একদিনের ব্যবধানে বেড়েছে করোনা রোগীও। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। শনাক্তের হার ০.৮৯ শতাংশ। এর আগের তিনদিন শনাক্ত হয়েছিলেন যথাক্রমে ৭, ৪ ও ২ জন।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩০ নমুনা পরীক্ষায় ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮০ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : আবারও বাড়ল শূ্ন্যের রেকর্ড

এছাড়া শেভরনে ৩৫৭ নমুনা পরীক্ষায় ৩ জন, আরটিআরএল ল্যাবে ৫ নমুনা পরীক্ষায় ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতালে ১৮ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা ধরা পড়ে।

শনাক্ত ১১ জনের মধ্যে নগরের ৬ জন, হাটহাজারী, সাতকানিয়া ও পটিয়ার ১ জন করে ৩ জন এবং সীতাকুণ্ডের বাসিন্দা ২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ২৫৬ জন।

মৃত্যুর তালিকা থাকছে আগের মতোই। মোট মৃত্যু ১ হাজার ৩২৫ জন। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!