চট্টগ্রামে করোনা : মেঘের কোলো রোদের হাসি

চট্টগ্রামে করোনায় গত কয়েকদিন ভর করেছিল মেঘ। একদিন আগে হঠাৎ দ্বিগুণ হয়েছিল শনাক্ত। তবে সেই মেঘ সরে গিয়ে এখন দেখা গেছে রোদ। গত ২৪ ঘণ্টায় দারুণ দিন কাটিয়েছে চট্টগ্রাম। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। আবার শনাক্তও কমে হয়েছে ৩ জনে। আগের দিন যেটা ছিল ১০ জন।

রোববার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ১ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে এবার দ্বিগুণ করোনা রোগী

শনাক্তদের মধ্যে ২ জন নগরের এবং ১ জন লোহাগাড়া উপজেলার বাসিন্দা। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ২২ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, শেভরন হাসপাতাল ল্যাবে ৪১০ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষা ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

জেলায় মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৩০ জন। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর শনাক্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৫০ জন। যাদের ৭৪ হাজার ৫০ জন নগরের এবং ২৮ হাজার ৩০০ জন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!