চট্টগ্রামে ধীরে ধীরে কাটছে করোনায় মৃত্যুভয়। করোনায় আবারও মৃত্যুহীন এক দিন দেখেছে চট্টগ্রাম। একইসঙ্গে নিয়ন্ত্রণে আছে করোনা শনাক্তও।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। এ নিয়ে টানা দুদিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল চট্টগ্রাম।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮ নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এরমধ্যে নগরে ২৯ জন ও উপজেলায় ৩৪ জন। শনাক্তের হার ৩.৬৭।
বিশেষজ্ঞদের মতে, করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে তা নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : কোথাও নেই আহাজারি!
গত ২৪ ঘণ্টায় ৬৩ করোনা শনাক্তসহ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১ হাজার ২৩৫ জনে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৭৭৯ নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২১৬ নমুনা পরীক্ষায় ২৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৭ নমুনা পরীক্ষায় ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪১৮ নমুনা পরীক্ষায় ৫ জন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৫৩ নমুনা পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ হন।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এবং আরটিআরেএল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। হয়নি এন্টিজেন টেস্টও।
আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : শনাক্ত কমেছে, আহাজারিও
এছাড়া মেডিকেল সেন্টার হাসপাতালে ১৫ এবং ল্যাব এইডে ৬ নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা পাওয়া যায়নি।
চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত এক হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৬ জন নগরের এবং ৫৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় ১৪ উপজেলার মধ্যে সাতকানিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপে কারো শরীরে করোনা পাওয়া যায়নি।
এদিন লোহাগাড়ায় ১ জন, বাঁশখালীতে ৭ জন, আনোয়ারায় ১ জন, পটিয়ায় ১ জন, বোয়ালখালীতে ১ জন, রাউজানে ১ জন ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ১৪ জন, সীতাকুণ্ডে ৩ জন এবং মিরসরাইয়ে ২ জনের শরীরের করোনা পাওয়া গেছে।