চট্টগ্রামে করোনা : মৃত্যুতে ১ উপজেলার রেকর্ড

চট্টগ্রামে করোনায় মৃত্যুতে রেকর্ড করেছে একটি উপজেলা। ১৪ উপজেলার মধ্যে শুধু এই উপজেলাতেই করোনা রোগী মারা গেছেন একশরও বেশি!

১ সেপ্টেম্বর চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এ পর্যন্ত মারা গেছেন ১০২ জন করোনা রোগী। করোনায় এত মৃত্যু এর আগে চট্টগ্রামের কোনো উপজেলায় হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, মৃত্যুতে হাটহাজারীর পরেই রয়েছে রাউজান ও সীতাকুণ্ড। এই দুই উপজেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫৭ জন ও ৫৩ জন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্তের স্বস্তি হারিয়ে গেছে মৃত্যুর আহাজারিতে

চল্লিশেরও বেশি করোনা রোগী মারা গেছেন তিন উপজেলায়। এগুলো হলো— পটিয়া (৪৫ জন), মিরসরাই (৪৪ জন) ও বোয়ালখালী (৪২ জন)।

উত্তর-দক্ষিণ চট্টগ্রাম মিলিয়ে সবচেয়ে কম মৃত্যু হয়েছে সন্দ্বীপে। দ্বীপ এ উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।

চট্টগ্রামের বাকি সাত উপজেলার মধ্যে ফটিকছড়িতে ৩৯ জন, সাতকানিয়া ৩৫ জন, রাঙ্গুনিয়ায় ৩৪ জন, লোহাগাড়ায় ২৩ জন, আনোয়ারায় ১৯ জন, বাঁশখালীতে ১৮ জন এবং চন্দনাইশে ১৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চট্টগ্রামের ১৪ উপজেলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫৪৩ জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm