চট্টগ্রামে করোনা : মৃত্যুতে নেই ‘সুখবর’

চট্টগ্রামে আক্রান্তে ও শনাক্তের হারে সাফল্য থাকলেও মৃত্যুতে আসছে না সুখবর। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন আরও এক করোনা রোগী।

এদিন ১ হাজার ৭৭৯ নমুনা পরীক্ষায় করোনা পাওয়া গেছে ৮ জনের শরীরে। শনাক্তের হার ০.৪৫ শতাংশ। শনাক্তদের ২ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।

আগের দিন করোনা আক্রান্ত হয়েছিলেন ১২ জন। শনাক্তের হার ছিল ০.৬৫ শতাংশ।

শনিবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় হতে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনায় শনাক্তের হার শূন্য দশমিকে

গত ২৪ ঘণ্টায় এন্টিজেন টেস্টসহ ১০ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩২৩ জন। এরমধ্যে ৭২২ জন নগরের ও ৬০১ জন উপজেলার বাসিন্দা।

আর মোট শনাক্ত ১ লাখ ২ হাজার ২২২ জন। যার ৭৩ হাজার ৯৬৩ জন নগরের এবং ২৮ হাজার ২৫৯ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!