চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ৩৪ জন। শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। আগের দিন আক্রান্তের এ সংখ্যা ছিল ২২।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩১ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিন ৮ ল্যাবে ৯১ নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬২ জন। এর মধ্যে ৯৪ হাজার ১২১ জন নগরের এবং ৩৪ হাজার ৯৭৫ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।
মন্তব্য নেওয়া বন্ধ।