চট্টগ্রামে করোনা : দক্ষিণের ৪ গুণ বেশি রোগী উত্তরে

চট্টগ্রামে করোনায় উত্তরে শীতল হাওয়া বইলেও দক্ষিণে বইছে ঝড়। একদিনেই দক্ষিণ চট্টগ্রামের চারগুণ বেশি রোগী শনাক্ত হয়েছে উত্তর চট্টগ্রামে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সিভিল কার্যালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ জন। অথচ একই সময়ে উত্তর চট্টগ্রামের সাত উপজেলায় শনাক্তের সেই সংখ্যা ১৬!

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : তিন শূন্যে ‘সহনীয়’ দক্ষিণ, উত্তরে তিনগুণ!

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি। শূন্য শনাক্তের এ তিন উপজেলা হলো— লোহাগাড়া, আনোয়ারা ও বোয়ালখালী। বাকি চার উপজেলার মধ্যে সাতকানিয়া ও বাঁশখালীতে শনাক্ত হয় ১ জন করে। এদিন দক্ষিণের সর্বোচ্চ করোনা শনাক্ত হয় সাতকানিয়ায়। এখানে পাওয়া যায় দুই করোনা রোগী।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর চট্টগ্রামের দুই উপজেলায়ও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। শূন্য শনাক্তের এ দুই উপজেলা হলো— হাটহাজারী ও সন্দ্বীপ। এছাড়া একজন করে করোনা রোগী পাওয়া যায় রাউজান, ফটিকছড়ি ও মিরসরাই উপজেলায়। দক্ষিণের সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয় রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডে। এ দুই উপজেলায় শনাক্তের সংখ্যা ছিল যথাক্রমে ৬ ও ৭ জন।

তবে গত ২৪ ঘণ্টায় উত্তর কিংবা দক্ষিণের উপজেলায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!