চট্টগ্রামে করোনা: গ্রামে বাড়ছে মৃত্যু, ‘পজিটিভ’ বেশি নগরে

চট্টগ্রামের উপজেলাগুলোতে করোনা রোগীর মৃত্যু বাড়ছে। অন্যদিকে নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ শনাক্তের সংখ্যা বেড়েছে নগরে।

পাঁচ দিনে (১২ জুলাই থেকে ১৬ জুলাই) আগের ২৪ ঘণ্টার করোনার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চট্টগ্রাম নগরের ২ হাজার ৭৪১ নমুনায় ও উপজেলার ১ হাজার ৬০৮ নমুনায় করোনা শনাক্ত হয়। একইসময়ে চট্টগ্রাম নগরের ১৫ জন ও উপজেলার ৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৫৪৭ নমুনা পরীক্ষায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫২ জন নগরের এবং ৩৫০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ৯ করোনা রোগী। এরমধ্যে ১ জন নগরের এবং ৮ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৮১৯ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬৯ হাজার ৩৫৭ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের করোনায় উত্তরের ‘ঝড়’, তীব্র সংক্রমণের ‘তাপ’ দক্ষিণেও

সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৫৭৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১২৮ জনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৯৯ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ৬৬ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৮ নমুনা পরীক্ষায় ৯০ জন, অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬৯ নমুনা পরীক্ষায় ৩৫১ জন, শেভরনে ২৭০ নমুনা পরীক্ষায় ৬৫ জন এবং মেডিকেল সেন্টারে ৪৩ নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে একজনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৮ জন, সাতকানিয়ার ১১ জন, বাঁশখালীর ১৪ জন, আনোয়ারার ৩ জন, চন্দনাইশের ১৫ জন, পটিয়ার ২৬ জন, বোয়ালখালীর ১৬ জন, রাঙ্গুনিয়ার ৪৭ জন, রাউজানের ৩৩ জন, ফটিকছড়ির ৩৯ জন, হাটহাজারীর ৭৬ জন, সীতাকুণ্ডের ১৩ জন, মিরসরাইয়ের ৩০ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৯ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!