চট্টগ্রামে করোনা : কমেছে আহাজারি, শনাক্তও

চট্টগ্রামে করোনাভাইরাসে স্বজন হারানোর আহাজারি কমেছে। কমেছে শনাক্তও। আগের দিন দুই করোনা রোগীর মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৮৫ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১.৪৪ শতাংশ। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৩ জন। শনাক্তের হার ছিল ২.৬৮ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : শনাক্তের সাফল্যে আবারও মৃত্যুর আঘাত

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ১৭ জনের মধ্যে নগরেরই ১৩ জন। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১২ নমুনা পরীক্ষায় ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৫ নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এছাড়া মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০ জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm