চট্টগ্রামে করোনায় চলছে রোদ—বৃষ্টির খেলা। শনাক্তের হার এই কমে, তো এই বাড়ে। একদিনের ব্যবধানে চট্টগ্রামে শনাক্তের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার পোঁছেছে ৪.৩৫ শতাংশে। অথচ আগের দিনও শনাক্তের এ হার ছিল ১.৭৮ শতাংশ।
তবে শনাক্তের হার দ্বিগুণের বেশি হলেও তা নিয়ে শঙ্কার কিছু নেই— বলছেন বিশেষজ্ঞরা। কারণ শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে তা নিয়ন্ত্রণে আছে বলেই ধরে নেওয়া হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : স্কুল-কলেজ খোলার দিনে ‘বড়’ খবর
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এর আগে সোমবার (২০ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়েছিলেন ২৭ জন, মৃত্যু হয়েছিল ১ জনের।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টিসহ মোট ১২টি ল্যাবে ১ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম ভেটেনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
এছাড়া ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২ জন, আরটিআরএল ল্যাবে ২ জন, মেডিকেল হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্ত ৭৬ জনের মধ্যে নগরের বাসিন্দাই ৫০ জন, বাকি ২৬ জন বিভিন্ন উপজেলার।
আরও পড়ুন: করোনার টিকা—ইনজেকশন পুশ ছাড়াই কার্যকর শতভাগ!
চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ এক হাজার ৩৮৮ জন। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৪৫৭ জন। বাকি ২৭ হাজার ৯৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ২৮৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
এসি