চট্টগ্রামে করোনা—এবার শনাক্তে এগিয়ে নগর, মৃত্যুতে গ্রাম

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে নগরের মানুষই ছিলেন বেশি। একইসময়ে মৃত নয় জন করোনা রোগীর মধ্যে আট জনই ছিলেন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৮৮৩ নমুনা পরীক্ষায় ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩৬ জন নগরের এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ৯ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ১ জন ও উপজেলার ৮ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১০৩ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৯৩ হাজার ২৩৪ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে নগদ টাকায় ‘চটজলদি’ করোনার টিকা, মধ্যস্থতায় ‘কাছের বন্ধু’

বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১০৪ জনের।

বিআইটিআইডি ল্যাবে ৯০৮ নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২৪ নমুনা পরীক্ষায় ১২৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪০ নমুনা পরীক্ষায় ৮৩ জন, এন্টিজেন টেস্টে ৩৬০ নমুনা পরীক্ষায় ৭২ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১২০ নমুনা পরীক্ষায় ৪১ জন, শেভরনে ৩৩৭ নমুনা পরীক্ষায় ১৯ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৩ নমুনা পরীক্ষায় ১১ জন, মেডিকেল সেন্টারে ২৫ নমুনা পরীক্ষায় ৯ জন ও এপিক হেলথ কেয়ারে ১১২ নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়।

এর বাইরে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫২ নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১১ জনের করোনা মিলেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে সাতকানিয়ার ৩ জন, বাঁশখালীর ১৪ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ৪ জন, পটিয়ার ১০ জন, বোয়ালখালীর ৭৮ জন, রাঙ্গুনিয়ার ২৩ জন, রাউজানের ৪০ জন, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ৪১ জন, সীতাকুণ্ডের ১২ জন, মিরসরাইয়ের ৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!