চট্টগ্রামে করোনায় এবার দেখা গেছে উল্টো চিত্র। একদিন আগে শনাক্ত-মৃত্যুতে নগরকে পেছনে ফেলেছিল গ্রাম। কিন্তু গত ২৪ ঘণ্টায় গ্রামের চেয়ে শনাক্ত বেড়েছে নগরে। শুধু শনাক্ত নয়, এবার মৃত্যুতেও গ্রামকে পেছনে ফেলেছে নগর!
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৭৭ নমুনা পরীক্ষায় ৩০৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬৬ জন নগরের এবং ১৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : দক্ষিণের ‘দ্বিগুণ গতি’ উত্তরে
এদিকে একই সময়ে চট্টগ্রামে ৭ করোনা রোগীর মৃত্যু হয়। এর মধ্যে ৪ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা।
অথচ একদিন আগে শনাক্ত-মৃত্যু দুটোই নগরের চেয়ে বেশি ছিল গ্রামে। ওইদিন নগরে ১৪৩ জনের করোনা শনাক্ত হলেও উপজেলায় সেই সংখ্যা ছিল ১৪৯। আবার ওইদিন নগরে ১ করোনা রোগীর মৃত্যু হলেও উপজেলায় ছিল দ্বিগুণ।
সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৫ নমুনা পরীক্ষায় ৪৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৪৭৩ নমুনা পরীক্ষায় ৩৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ নমুনা পরীক্ষায় ৫১ জন, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষায় ৬২ জন, ইমপেরিয়াল ল্যাবে ৯৭ নমুনা পরীক্ষায় ১০ জন, শেভরন ল্যাবে ২০০ নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৭ নমুনা পরীক্ষায় ১০ জন, আরটিআরএল ল্যাবে ৩১ নমুনা পরীক্ষায় ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১ নমুনা পরীক্ষায় ২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে করোনা: শনাক্তে স্বস্তি, গ্রামে থামছে না আহাজারি
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।
এদিকে ২১৪ জনের এন্টিজেন টেস্টে ২৯ জন শনাক্ত হয়।
উপজেলায় আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ৪ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালীতে ১, আনোয়ারায় ৫ জন, চন্দনাইশে ৫ জন, পটিয়ায় ৩ জন, বোয়ালখালীতে ২৭ জন, রাঙ্গুনিয়ায় ২৪ জন, রাউজানে ১৮ জন, ফটিকছড়িতে ১২ জন, হাটহাজারীতে ২৭ জন, সীতাকুণ্ডে ৭ জন, মিরসরাই ৫ জন ও সন্দ্বীপে ১ জনের দেহে করোনা পাওয়া যায়।