চট্টগ্রামে করোনা : আবারও বাড়ল শূ্ন্যের রেকর্ড

চট্টগ্রামে করোনায় সাফল্যের ধারা বজায় আছে। তিনদিনের শূন্যের রেকর্ড অটুট আছে চতুর্থ দিনে। গত ২৪ ঘণ্টায়ও চট্টগ্রামে মারা যায়নি কোনো করোনা রোগী। একদিনের ব্যবধানে সামান্য বেড়েছে করোনা শনাক্ত।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ জন। শনাক্তের হার ০.৪৭ শতাংশ। আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৪ জন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে এবার ‘মৃত্যুর’ হ্যাটট্রিক

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫০ জনের নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে নগরের ৪ জন এবং হাটহাজারী, সাতকানিয়া ও বাঁশখালীর ১ জন করে। নতুন শনাক্ত সাতজনসহ জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৪৫ জনে।

মৃত্যুর তালিকা রয়েছে আগের মতোই। মারা যাওয়া ১ হাজার ৩২৫ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!