চট্টগ্রামে করোনা : অবশেষে এলো স্বস্তির খবর

করোনায় অবশেষে স্বস্তির খবর পেয়েছে চট্টগ্রাম। শনাক্তে হয়েছে দারুণ অগ্রগতি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার নেমে এসেছে মাত্র ০.৬৩ শতাংশে! গত বছরের মে মাসের পর থেকে এই প্রথম শনাক্তের হার ১ শতাংশের নিচে নামল।

শনাক্তের হার কমার পাশাপাশি এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুও হয়নি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ১ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয় ১১ জনের।

আরও পড়ুন: করোনা কেড়ে নিল পাকিস্তানের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানীকেও

আগের দিন শনাক্ত হয়েছিলেন ২২ জন। সেদিন মারা গিয়েছিলেন ১ জন। সোমবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন: করোনা : চট্টগ্রামে ফের মৃত্যু

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ১ হাজার ৩১১ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!