চট্টগ্রামে করোনায় ‘ভিন্ন’ চিত্র: এক উপজেলায় শূন্য, অন্যটিতে অর্ধশত

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় ‘ভিন্ন’ চিত্র দেখা গেছে। এক উপজোলায় একজনও করোনা রোগী পাওয়া যায়নি। আবার আরেক উপজেলায় করোনা রোগী ছাড়িয়ে গেছে অর্ধশত!

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই হাজার ৩০১ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। এদিন মারা গেছেন ৫ করোনা রোগী।

শনিবার (১৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব জানা যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা: তালিকার প্রথম ও শেষেই সর্বনাশ

বিআইটিআইডি ল্যাবে ৮৩০ নমুনা পরীক্ষায় ১৪২ জন, চমেক ল্যাবে ৩২৩ নমুনা পরীক্ষায় ৫৮ জন, আরটিআরএল ল্যাবে ১৮ নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২২ নমুনা পরীক্ষায় ১১০ জন, সিভাসু ল্যাবে ২৫৪ নমুনা পরীক্ষায় ৬৩ জন, শেভরন ল্যাবে ১৮০ নমুনা পরীক্ষায় ২০ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৭ নমুনা পরীক্ষায় ১৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ নমুনা পরীক্ষায় ১৪ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৫৮ নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া ২০৬টি অ্যান্টিজেন টেস্ট করে ৪৩ জনের দেহে করোনা পাওয়া গেছে।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪ নমুনা পরীক্ষায় ৩ জন করোনা পজিটিভ হয়েছেন।

উপজেলার মধ্যে শুধু রাউজানে আক্রান্ত হয়েছেন ৫০ জন। আবার চন্দনাইশে একজনও করোনা রোগী পাওয়া যায়নি।

এছাড়া লোহাগাড়ায় ২৪ জন, সাতকানিয়ায় ৩৪ জন, বাঁশখালীতে ৪ জন, আনোয়ারায় ১৩ জন, পটিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ৩ জন, ফটিকছড়িতে ৭ জন, হাটহাজারীতে ৩৬ জন, সীতাকুণ্ডে ৯ জন, মিরসরাইয়ে ৭ জন এবং রাঙ্গুনিয়ায় ৩১ জনের দেহে করোনা পাওয়া যায়।

২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ২৭৪ জন নগরের এবং ২২৪ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ২ জন নগরের এবং ৩ জন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!