চট্টগ্রামে করোনায় এবার নতুন চিত্র

চট্টগ্রামে করোনায় এবার দেখা গেছে নতুন চিত্র। শনাক্তে নগরকে ছাড়িয়ে গেছে গ্রাম! গত ২৪ ঘণ্টায় নগরে শনাক্ত যেখানে ১৪৩, উপজেলায় সেই সংখ্যা ১৪৯!

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৬৮ নমুনা পরীক্ষায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭.৫১ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৪.৮৩ শতাংশ। একই সময়ে মারা গেছেন তিন করোনা রোগী।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : হঠাৎ বেড়েছে আহাজারি, নগর—গ্রাম যেন কেহ কারে নাহি ছাড়ি

সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৮ নমুনা পরীক্ষায় ৪৭ জন, বিআইটিআইডি ল্যাবে ৫৬৫ নমুনা পরীক্ষায় ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ নমুনা পরীক্ষায় ৪৩ জন, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪২ নমুনা পরীক্ষায় ৫০ জন, ইমপেরিয়াল ল্যাবে ৬৪ নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরন ল্যাবে ১৭১ নমুনা পরীক্ষায় ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৮ নমুনা পরীক্ষায় ৪ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩ নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিন মা ও শিশু হাসপাতাল এবং আরটিআরএল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে ১১৮ জনের এন্টিজেন টেস্টে ১৭ জন শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬২ নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা পজিটিভ হন।

আরও পড়ুন: এসএমএস ছাড়াই দেওয়া যাবে টিকা!

উপজেলায় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালীতে ১৩, আনোয়ারায় ১১ জন, চন্দনাইশে ২ জন, পটিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৫ জন, রাঙ্গুনিয়ায় ১ জন, রাউজানে ৪৩ জন, ফটিকছড়িতে ২৭ জন, হাটহাজারীতে ২২ জন, সীতাকুণ্ডে ৭ জন এবং মিরসরাইয়ে ২ জনের দেহে করোনা পাওয়া যায়।

লোহাগাড়া ও সন্দ্বীপে এদিন কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

আক্রান্ত ২৯২ জনের মধ্যে ১৪৩ জন নগরের এবং ১৮৯ জন উপজেলার বাসিন্দা। এছাড়া মারা যাওয়া তিনজনের মধ্যে ১ জন নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm