চট্টগ্রামে করোনায় এবার ‘উল্টো’ চিত্র

চট্টগ্রামে করোনায় এবার দেখা গেছে ‘উল্টো’ চিত্র। এতদিন করোনা শনাক্ত উপজেলার চেয়ে অনেক বেশি ছিল নগরে। এমনও দিন গেছে উপজেলায় শনাক্ত হয়নি কোনো করোনা রোগী। কিন্তু গত ২৪ ঘণ্টায় ঘটেছে ঠিক উল্টোটি।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নগর ছাড়িয়ে উপজেলায় ছড়িয়েছে করোনার সংক্রমণ। এ সময়ে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যাদের ৬ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। বাকি ১ জন নগরের বাসিন্দা।

এদিন চট্টগ্রামের ১০ ল্যাবে এক হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৬১ শতাংশ। তবে এ সময়ে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

আরও পড়ুন: ‘সুখবর চট্টগ্রাম’—একদিনেই পাল্টে গেল করোনার চিত্র

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৫২ নমুনা পরীক্ষায় ১ জন, অ্যান্টিজেন টেস্টে ৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৬৬ নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১০ নমুনা পরীক্ষায় ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২২ নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর মধ্যদিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা হলো এক লাখ দুই হাজার ৫৭৩ জন। মৃতের সংখ্যা আগের মতোই, এক হাজার ৩৩২ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!