চট্টগ্রামে করোনায় আবার এসেছে ‘সুখবর’। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও পাওয়া যায়নি করোনা রোগী। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একইসময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।
রোববার (১০ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১১ ল্যাবে ২৩০ নমুনা পরীক্ষা করা হয়।
আরও পড়ুন: করোনামুক্ত—প্রতীক্ষায় চট্টগ্রাম, ৪ মাস পার হলেই বুস্টার ডোজ
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৫ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।