চট্টগ্রামে করোনার ভয়ঙ্কর থাবা, ১৪ দিনে শনাক্তের হার ১৪ গুণ!

চট্টগ্রামে কোনোভাবেই কমছে না করোনার বিস্তার। দিন দিন করোনা শুধু বাড়ছেই। এক শতাংশের নিচে থাকা শনাক্ত মাত্র দুসপ্তাহের ব্যবধানে বেড়ে হয়েছে ১৪ শতাংশের ওপরে। অর্থাৎ মাত্র ১৪ দিনের ব্যবধানেই করোনার হার বেড়েছে ১৪ শতাংশ!

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৯৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৪.৫২ শতাংশ। নতুন বছরের শুরু থেকে করোনার প্রকোপ তীব্র হতে থাকে। চট্টগ্রামসহ সারাদেশে ভয়ঙ্করভাবে বিস্তার হচ্ছে এ মরণঘাতী ভাইরাসের।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ২৯৬ জনের মধ্যে ২৬৩ জনই নগরের বাসিন্দা। বাকি ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন: ‘ভয়’—চট্টগ্রামে ৩ দিন ধরে করোনার তুফান

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪৫ জন এবং ল্যাবএইড হাসপাতাল ল্যাবে ৪ জন করোনায় আক্রান্ত হন।

অপরদিকে মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই, ১ হাজার ৩৩৫ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!