চট্টগ্রামে করোনার জোড়া আঘাত

চট্টগ্রামে জোড়া আঘাত করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় দুজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তরা নগরের বাসিন্দা। এর আগের দিন (রোববার) একজনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৫ ল্যাবে ১২৪ নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

সোমবার (১৬ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে ৯২ হাজার ১০৬ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৯ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm