চট্টগ্রামে কমছে না করোনা

চট্টগ্রামে কমছে না করোনা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে আরও ৬ জন। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।

তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। শুক্রবার (৩ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯ ল্যাবে ১ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: ‘ওমিক্রন শঙ্কা’౼চট্টগ্রামে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ২৯৬ নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ নমুনা পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০৪ নমুনা পরীক্ষায় ১ জন এবং আরটিআরএল ল্যাবে ১৭ নমুনা পরীক্ষা ৩ জনের করোনা শনাক্ত হয়।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৪৭ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার ১০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৩১ জন। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!