চট্টগ্রামে কমছে না করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ১৫৬ নমুনা পরীক্ষায় আরও ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। আক্রান্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ।
আগের দিন বুধবার ১০ ল্যাবে ১৩১ নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এদিন আক্রান্তের হার ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরের ও ৫ জন ছিল উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
আরও পড়ুন : চট্টগ্রামে আরও ২০ জন করোনা আক্রান্ত
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিন ১১ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। তবে এদিন কোনো করোনা রোগী মারা যায়নি।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২৬১ জন। এর মধ্যে ৯৪ হাজার ২৪৭ জন নগরের এবং ৩৫ হাজার ১৪ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।
আরবি/আলোকিত চট্টগ্রাম