চট্টগ্রামে কমছে না করোনা

চট্টগ্রামে কমছে না করোনা। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। আক্রান্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

শনিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এদিন ৯ ল্যাবে ১২৫ নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৩৩ জন। এর মধ্যে ৯৪ হাজার ১৫৪ জন নগরের এবং ৩৪ হাজার ৯৭৯ জন উপজেলার। এ পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৬৭। এর মধ্যে নগরে ৭৩৭ জন এবং উপজেলায় ৬৩০ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm