সীতাকুণ্ডে এক হাজার কোটি টাকার ১৯৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত উপজেলার ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।
জানা যায়, অভিযানে উদ্ধার হওয়া জমিতে দীর্ঘদিন অবৈধ দখলে থাকা বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টসহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর লিংক রোড এলাকার পাশে গুরুত্বপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যবসায়ী শত শত একর সরকারি খাস জমি দখল করে রেখেছিল। সেখানে তারা হোটেল, রেস্টুরেন্ট, সমিতিসহ নানা ব্যবসা পরিচালনা করে আসছিল। স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও তারা সরায়নি। ফলে আজ সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, অভিযানে মোট ১৯৪ দশমিক ১৮ একর জমি উদ্ধার করা হয়েছে। এ জমির বাজারমূল্য এক হাজার কোটি টাকারও বেশি।
অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই শাখাওয়াত হোসেন, ভাটিয়ারী (ভূমি) অফিসের সহকারী কর্মকর্তা মো. নুরুল হাসান ও সার্ভেয়ার অহিদুর রহমান।
এসএস/আরবি