‘বিপজ্জনক’—চট্টগ্রামে করোনায় রেকর্ড আর রেকর্ড

চট্টগ্রামের করোনা পরিসংখ্যানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এসেছে অনেক পরিবর্তন। এবার একসঙ্গে হয়েছে অনেক ‘রেকর্ড’।

চট্টগ্রামে প্রথমবারের মতো ৬১ হাজার পেরিয়েছে করোনা শনাক্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ৬৬২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নগরে একদিনেই করোনা শনাক্ত হয়েছে ৪৪৯ জনের। একইসময়ে শনাক্তের হার ছাড়িয়েছে ৩৫ শতাংশ।

জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১ হাজার ৮৯০ নমুনা পরীক্ষায় ৬৬২ জনের করোনা শনাক্ত হয়। এটি সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্তের রেকর্ড।

এদিন শনাক্তদের মধ্যে ৪৪৯ জন নগরের এবং ২১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে জেলায় ৯ জন করোনা রোগী মারা গেছেন। যার মধ্যে নগরের ২ জন ও উপজেলার বাসিন্দা ৭ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩১ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৬১ হাজার ৫৮৯ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়। আগেরদিন চট্টগ্রামে করোনা শনাক্ত হয় ৫৫৯ জনের।

সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৫২১ নমুনা পরীক্ষায় ২১৬ জনের করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ১৩৯ নমুনা। এতে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ নমুনা পরীক্ষায় ৫২ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১ নমুনা পরীক্ষায় ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৪২১ নমুনা পরীক্ষায় ১২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৫ নমুনা পরীক্ষায় ৪৬ জন, শেভরন ল্যাবে ২৫৫ নমুনা পরীক্ষায় ৪৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ১৯ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪৪ নমুনা পরীক্ষায় ২৮ জন, মেডিকেল সেন্টারে ১৪ নমুনা পরীক্ষায় ৭ জন এবং এপিক হেলথ কেয়ারে ৩৮ নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১০ জন, সাতকানিয়ার ১ জন, বাঁশখালীতে ৯ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৮ জন, বোয়ালখালীতে ১০ জন, রাঙ্গুনিয়ার ১৩ জন, রাউজানের ২০ জন, ফটিকছড়ির ৩২ জন, হাটহাজারীর ২১ জন, সীতাকুণ্ডের ৪১ জন, মিরসরাইয়ের ৩৮ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে এখন লকডাউন চলছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!