চট্টগ্রামে আবাসিক হোটেলে বসে ইয়াবা বিক্রি করে তরুণ

নগরের কোতোয়ালী থানাধীন একটি আবাসিক হোটেল থেকে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মো. ফারুক (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফারুক কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর ক্যাম্পের ২ নম্বর ব্লকের মৃত হোসেন আহম্মদের ছেলে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাইফেল ক্লাবের পাশে শাহ আলী মার্কেটের তৃতীয় তলায় হোটেল মুসলিম (আবাসিক) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মুসলিমে অভিযান চালিয়ে ফারুক নামের যুবককে গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো টেকনাফের লেদা এলাকা থেকে কম দামে কিনে এনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে হোটেলে অবস্থান করছিলেন বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।

আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

এনইউএস/এআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm