চট্টগ্রামে আওয়ামী লীগের ৩ নেতাকে ধরল পুলিশ

চট্টগ্রামে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ও রোববার (২ ফেব্রুয়ারি) রাতে মিরসরাই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী (৫৫), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাফেজ দেলোয়ার হোসেন (৬০) ও হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সওদাগর (৪৫)।

এদিকে গ্রেপ্তারদের মধ্যে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মিরসরাইয়ে গভীর রাতে অস্ত্র নিয়ে ঘুরছিল ১১ যুবক

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ বিকেল ৪টার দিকে উপজেলার ওচমানপুর এলাকা থেকে লিয়াকত আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া গত রোববার রাতে হিঙ্গুলী এলাকা থেকে জামাল উদ্দিন নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পরবর্তী একাধিক রাজনৈতিক মামলার ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে ।

এদিকে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, গত রোববার রাতে নিজ বাড়ি থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। বিস্ফোরক আইনের একটি মামলায় আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm