চট্টগ্রামে অস্ত্র হাতে মহাসড়কে ১২ ডাকাত, পুলিশের জালে ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। তবে এসময় পালিয়ে গেছে আরও ৮ ডাকাত।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র), ২ রাউন্ড গুলি, লোহার পাইপ, রড, ছুরি, ৪টি মোবাইল ফোন ও নম্বরবিহীন একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

আটকরা হলেন— চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার বারআউলিয়া ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা এলাকার চুল্লু ফকির বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল প্রকাশ রাজু (২২), বাড়বকুণ্ড ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার আলী আহম্মেদ কেরানী বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে মো. ইকবাল হোসেন (২৭), নতুনপাড়া এলাকার আব্দুর রহমানের বাড়ির আব্দুল হান্নান লের বাড়ির সাজ্জাদ হোসেন (১৯) ও সোনালীপাড়া এলাকার খোকনের বাড়ির আবুল কালামের ছেলে আল আমিন প্রকাশ আব্বাছ (২২)।

আরও পড়ুন : রাতের আঁধারে মেরিনার্স রোডে দাঁড়িয়ে ছিল ৫ ডাকাত, ধরল পুলিশ

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার রাত দেড়টার ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল খৈয়াছরা ইউনিয়নের কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে বিভিন্ন গাড়ি থামিয়ে ডাকাতির উদ্দেশ্য অস্ত্রশস্ত্রসহ নিয়ে একত্রিত হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৪ ডাকাতকে আটক করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন অটোরিকশাও উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক মোস্তফা কামাল প্রকাশ রাজুর কাছ থেকে ১টি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র), ২ রাউন্ড গুলি এবং বাকিদের কাছ থেকে লোহার পাইপ, রড, ছুরি ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিরসরাই থানার চিহ্নিত ডাকাত ইমরান ও রুবেলের নেতৃত্বে আরও ৫ থেকে ৬ জনের সহযোগিতায় ডাকাতির জন্য একত্রিত হয়েছিল। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড ও মিরসরাই থানায় একাধিক মামলা রয়েছে। কাল (রোববার) সকালে তাদের আদালতে পাঠানো হবে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm