চট্টগ্রামের ৩ এলাকায় ইফতার সামগ্রী দিল ভারটেক্স গ্রুপ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ভারটেক্স অফ-ডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেড।

রোববার (১০ মার্চ) দুপুর ৩টায় নগরের বন্দর, ইপিজেড ও পতেঙ্গার মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইমরান ফাহিম নূর।

আরও পড়ুন : চট্টগ্রামে ৩ হাজার দুস্থ পরিবার পেল ভারটেক্স গ্রুপের ইফতারসামগ্রী

ভারটেক্স ডিপোর সিনিয়র ম্যানেজার (অপারেশন) শেখ মো. মোয়াজ্জেম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. কাউছার আলম, আনিসুর রহমান, মোস্তফা আলী, সি ইউনিট আওয়ামী লীগ সভাপতি মোজাহের আলম ও সাধারণ সম্পাদক মো. সালাম, শিক্ষক দুলাল, সাইফুদ্দিন, মোস্তফা, হায়দার, রুবেল, রিপন ও অনিক।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm