চট্টগ্রামের ১৮ জনসহ করোনায় রেকর্ড মৃত্যু

দেশে করোনায় মৃত্যুতে রেকর্ড হয়েছে। চট্টগ্রামের ১৮ জনসহ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৪ জন। দেশে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে একদিনে এত মৃত্যুর বিষয়টি উদ্বেগের ও ভীতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ১০৯ জন পুরুষ এবং ৫৫ জন নারী। সবমিলিয়ে দেশে মৃতের সংখ্যা ১৫ হাজার ২২৯ জন।

এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

সর্বশেষ গত ৪ জুলাই একদিনে ১৫৩ জনের মৃত্যু হয়। এর আগে ১ জুলাই ১৪৩ জনের এবং ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়।

সোমবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। সারাদেশের ৬০৫ ল্যাবে ৩৫ হাজার ৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ঢাকার ৪০ জন, চট্টগ্রামের ১৮ জন, রাজশাহীর ১৬ জন, খুলনার ৫৫ জন, বরিশালের ৯ জন, সিলেট বিভাগে ৮ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!