১৭৮টি অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে তথ্য মন্ত্রণালয়। এরমধ্যে ‘সিপ্লাস ডটনেট’সহ চট্টগ্রামের নিউজ পোর্টাল রয়েছে ১৭টি।
সোমবার (১১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মু. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন : ৫৯ আইপিটিভি বন্ধ করল বিটিআরসি
দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, কথিত কিছু ব্যক্তি নিউজ পোর্টাল খুলে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্ম করছে। তাদের মধ্যে একটা শ্রেণি নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজিসহ নানাভাবে মানুষকে হয়রানি করে টাকা হাতিয়ে নিচ্ছে।
এ রকম নানা অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রচারিত ‘সিপ্লাস ডটনেট’সহ অনিবন্ধিত ১৭৮টি নিউজ পোর্টাল বন্ধ করল তথ্য মন্ত্রণালয়। এসব নিউজ পোর্টালের তালিকাও প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম থেকে বন্ধ হওয়া নিউজ পোর্টালগুলো হলো- পাঠক নিউজ, বাংলা পোস্ট, এন নিউজ, প্রিয় সংবাদ, সিপ্লাস ডটনেট, চট্টলা নিউজ, শুভ সকাল, বাংলাদেশের সংবাদ, সিটিজি পোস্ট, সিটিজি বাংলা, সিটিজি ডট নিউজ, জাগরণ নিউজ, ডেইলি সিটিজি নিউজ, নগর বাংলা নিউজ, বাংলার চোখ প্রতিদিন, সিটিজেন নিউজ ডটকম এবং কক্সবাজার নিউজ।