চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার (২৫ অক্টোবর) বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

আরও পড়ুন: কোচিং সেন্টার বন্ধের ঘোষণা শিক্ষামন্ত্রীর

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেসব প্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!