চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি রিভলবার ও ১টি এলজি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে লক্ষ্মীপুর সদর থানার শাকচর হাজারীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন লক্ষীপুর থানার এসআই মো. মহিউদ্দিন।
আরও পড়ুন : রাউজানে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা, দুর্গম পাহাড়ে ধরা খেল ধামা ইলিয়াছ
তিনি বলেন, লক্ষ্মীপুরের শাকচর এলাকার হাজারীহাট বাজারের এক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেই ভবনের চারতলায় বসবাস করতেন। অভিযানের সময় আকবর বাড়ির ছাদের টাংকিতে লুকিয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে বের করে আনা হয়। এসময় তার কাছ থেকে দুটি অগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি এলজি ও একটি রিভলবার।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আকবরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মো. মঞ্জুরের ছেলে আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। শিবির ক্যাডার সাজ্জাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর আকবর। এছাড়া নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তিনি। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে সরোয়ার আলমের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চিরকুট ও মুঠোফোনের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আরএস/আরবি