চট্টগ্রামের পাহাড়তলীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ—অস্ত্রসহ ধরা ২ যুবক

চট্টগ্রামে নগরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ দুযুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে পাহাড়তলীর আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলিতে দুগ্রুপ সংঘর্ষের পর তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চান্দগাঁওয়ে অস্ত্রসহ ধরা কিশোর গ্যাং লিডার ‘চাকমা সোহেল’

আটকরা হলেন— মোহাম্মদ আলী (২৪) ও মো. সজল (২৪)।

এ বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ বলেন, পাহাড়তলী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এরপর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm