‘বিদেশি’ বেস্ট ক্রিম—সেক্স ট্যাবলেট সবই বানায় চট্টগ্রামের কারখানায়

নগরের বায়েজিদ এলাকায় একটি ভেজাল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় বিভিন্ন অপরাধে ৪ লাখ টাকা জরিমানাসহ কারখানার ম্যানেজারকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দের পর ধ্বংস করা হয়।

আরও পড়ুন: ভোর না হতেই মদের কারখানায় অভিযানে ধরা পড়ল পালের গোদা

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বায়েজিদ থানার শাহ হাবিবুল্লাহ রোডে জে বি কেয়ার বাংলাদেশ নামের একটি কারখানায় সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যথানাশক ক্রিমসহ বিভিন্ন ভেজাল সামগ্রী তৈরি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। খবর পেয়ে সেখানে অভিযানে যায় জেলা প্রশাসন। এসময় ভেজাল প্রসাধনী তৈরি, বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ লাখ টাকা জরিমানাসহ কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী ধ্বংস করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রির অপরাধে কারখানা ম্যানেজারকে ৪ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বয়স বিচেনায় তিন শ্রমিককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm