‘এক সপ্তাহে তৃতীয়বার’—শনাক্তের নতুন চূড়ায় চট্টগ্রামের করোনা

চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছেই। শুধু চলতি সপ্তাহেই তিন বার ভেঙেছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রায় দেড় হাজারের কাছাকাছি নমুনায় শনাক্ত হয়েছে করোনা।

শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৯২৩ নমুনা পরীক্ষায় রেকর্ড ১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৫ জন নগরের এবং ৩৮১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ৯ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৫ জন ও উপজেলার ৪ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫৮ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৮১ হাজার ২১৭ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের করোনায় রেকর্ডময় দিন, একদিনেই তিন

শুক্রবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিআইটিআইডি ল্যাবে ৮৫৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৪০ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৭ নমুনা পরীক্ষায় ১১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬৯ নমুনা পরীক্ষায় ১৪৪ জন, এন্টিজেন টেস্টে ৯০১ নমুনা পরীক্ষায় ৩২৮ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২৩৭ নমুনা পরীক্ষায় ১০৩ জন, শেভরনে ২২৩ নমুনা পরীক্ষায় ৮২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮৮ নমুনা পরীক্ষায় ৪৬ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২৮ নমুনা পরীক্ষায় ৯ জন, মেডিকেল সেন্টারে ৪৯ নমুনা পরীক্ষায় ২৫ জন ও এপিক হেলথ কেয়ারে ৬৮১ নমুনা পরীক্ষায় ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে কারও করোনা মেলেনি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৫ জন, সাতকানিয়ার ৩৮ জন, বাঁশখালীর ১২ জন, আনোয়ারার ৭ জন, চন্দনাইশের ২৬ জন, পটিয়ার ৫ জন, বোয়ালখালীর ৪৮ জন, রাঙ্গুনিয়ার ৩৮ জন, রাউজানের ৬২ জন, ফটিকছড়ির ৩৩ জন, হাটহাজারীর ৪৫ জন, সীতাকুণ্ডের ২৬ জন, মিরসরাইয়ের ১৯ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ১৭ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!