নগরের বায়েজিদে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বদরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে বায়েজিদ বালিকার মোড় মামুনের কলোনিতে এ ঘটনা ঘটে।
ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বদরুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ থানার ঘাটলা এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি বায়েজিদের বালিকার মোড় মামুনের কলোনিতে ভাড়া থাকেন।
আরও পড়ুন: মধ্যরাতে নাশকতার প্রস্তুতির সময় দলবলসহ ধরা পড়ল ছাত্রদল নেতা
পুলিশ জানায়, বায়েজিদ বালিকার মোড় মামুনের কলোনিতে পাঁচ বছরের শিশুকন্যা ইসরাত জাহান রুম্পাকে (ছদ্মনাম) নিয়ে ভাড়া থাকেন তার মা। সেখানে স্থানীয় একটি মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ে রুম্পা। গার্মেন্টসকর্মী মা প্রতিদিন সকালে চাকরিতে যাওয়ার সময় রুম্পাকে মাদ্রাসায় দিয়ে যান। রুম্পা মাদ্রাসায় লেখাপড়া শেষ করে সকাল ১০টায় ঘরে ফিরলে মা আসেন সন্ধ্যায়। মা আসা পর্যন্ত বাসায় একা থাকত সে। সেই সুযোগকে কাজে লাগিয়ে চকলেটের লোভ দেখিয়ে পাশের বাসার বদরুল রুম্পাকে ধর্ষণের চেষ্টা করে। রুম্পার আত্মচিৎকারে পাশের বাসার লোকজন দৌড়ে এলে পালিয়ে যায় বদরুল।
খবর পেয়ে রুম্পার মা বাদী হয়ে অভিযুক্ত বদরুল ইসলামের বিরুদ্ধে বায়েজিদ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে বদরুলকে গ্রেপ্তার করে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, বায়েজিদ বালিকার মোড় মামুনের কলোনিতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বদরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণচেষ্টার শিকার শিশুর মায়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।