কক্সবাজারের চকরিয়া মালুমঘাট এলাকায় পাঁচ ভাই নিহতের ঘটনায় ঘাতক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
চালকের নাম সাইফুল ইসলাম। তাকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় কাওরানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।
আরও পড়ুন: মর্মান্তিক—বাবার শ্মশান থেকে ফেরার পথেই গাড়িচাপায় ৪ ছেলে নিহত
এর আগে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মালুমঘাট এলাকার পিকআপ চাপায় মৃত সুরেশ শীলের পাঁচ ছেলে অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও স্মরণ শীল মারা যান। এ সময় তাদের আরো দুই ভাই ও বোন আহত হন।
১০ দিন আগে তাদের বাবা সুরেশ শীল মারা গেলে মঙ্গলবার ক্ষৌরকর্ম করার কথা তাদের। বাবার শ্মশান থেকে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ডিসি