কক্সবাজারের চকরিয়ায় টমটম উল্টে দুই সাংবাদিকসহ সাত যাত্রী আহত হয়েছেন। আহত সাংবাদিকদের পরিচয় পাওয়া গেলেও অন্যদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় চিরিংগা-বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালীর মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত দুই সাংবাদিক হলেন— চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ (৪০) ও সাবেক সাধারণ সম্পাদক একেএম বেলাল উদ্দিন (৪৮)।
চকরিয়া প্রেস ক্লাব সভাপতি এম জাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজবাউল হক বলেন, যাত্রীবাহী টমটমটি চিরিঙ্গা থেকে বদরখালী যাচ্ছিল। বাটাখালী মসজিদ মোড়ে পৌঁছালে হঠাৎ টমটমটি উল্টে যায়। এতে টমটমে থাকা সাত যাত্রী আহত হয়। আহতদের মধ্যে সাংবাদিক আবদুল মজিদ ও একেএম বেলাল উদ্দিনও ছিলেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
জানা গেছে, আহত দুই সাংবাদিকের মধ্যে আবদুল মজিদের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একেএম বেলাল উদ্দিন চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুকুল/এসআই