কক্সবাজারের চকরিয়ায় টমটম উল্টে মাওলানা মোজাহারুল হক (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের দুলাছড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহারুল হক ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়ার মৃত মো. কালুর ছেলে। তিনি পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এমএম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং তেঁতুল গাছতলা বায়তুল মামুর জামে মসজিদের খতিব ছিলেন।
ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার ফরিদ উদ্দিন জানান, হুজুর মাদ্রাসার পাঠদান শেষে হায়দারনাশী এলাকা থেকে মালুমঘাট স্টেশনে আসেন। সেখান থেকে টমটম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে দুলাছড়া ব্রিজের দক্ষিণপাশে পৌঁছার আগে টমটমটি হঠাৎ উল্টে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পথচারীরা হুজুরকে উদ্ধার করে ডুলাহাজারা মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।