চকরিয়ায় ৩ দোকানির দণ্ড

চকরিয়ায় পণ্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না টাঙানোয় তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে চকরিয়া পৌরশহরের কাঁচাবাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।

আরও পড়ুন : রাউজানে ৪ ব্যবসায়ীর দণ্ড

এ বিষয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, পৌর শহরের চিরিংগা কাঁচাবাজার, মুদির দোকান, ডিমের দোকানে অভিযান চালানো হয়েছে। অতিরিক্ত দাম ও মূল্যতালিকা না টাঙানোর অপরাধে তিন মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm