চকরিয়ায় সবার সামনে চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে ভাতিজা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হোছাইনগীর (৩৬)। তাঁর বাড়ি বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকায়। ঘাতক ভাতিজা মো. ফোরাকান ওরফে কালু (১৭) মো. হাসানগীরের ছেলে।
জানা যায়, তুচ্ছ বিষয় নিয়ে ১৪ ফেব্রুয়ারি বিকেলে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর ঝগড়া হয়। এ ঝগড়ার সূত্র ধরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তাঁর ভাতিজা ফোরকান ওরফে কালু বদরখালী ফুলতলা স্টেশনে যায়। এরপর সবার সামনে চাচাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় আশপাশে থাকা লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় ফোরকান।
পরে স্থানীয় লোকজন আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
যোগাযোগ করা হলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । ঘাতক ফোরকানকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।
এমকেডি/আলোকিত চট্টগ্রাম
