চকরিয়ায় বন বিভাগের ১ একর জমিতে তামাকখেত

চকরিয়ায় বন বিভাগের জায়গায় নির্মিত ৫টি ঘর এবং এক একর তামাকখেত ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জের ফাঁশিয়াখালী বনবিটের উচিতারবিল মৌজায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন : চকরিয়ায় ৩ দোকানির দণ্ড

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন বলেন, আজকের অভিযানে বন বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত ৫টি ঘর এবং এক একর তামাকখেত ধ্বংস করা হয়েছে। বন, বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন, বনবিট কর্মকর্তা মো. খসরুল আমিন, ফরেস্ট গার্ড, সিজিপির সদস্য ও ভিলেজাররা অংশ নেন ।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm