চকরিয়ায় পুলিশের পোশাকে ডাকাতি, ৫২ ব্যাটারি লুকিয়ে রেখেছিল আসিফ

চকরিয়ায় একটি গ্যারেজ থেকে ডাকাতি হওয়া ৫২টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি পিকআপ জব্দ এবং জড়িত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাত তিনটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটার একটি বাড়ি থেকে এসব ব্যাটারি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসিফ চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন : চকরিয়ায় বন বিভাগের ১ একর জমিতে তামাকখেত

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে খুটাখালী ইউনিয়নের ‘খুটাখালী পাওয়ার হাউজ’ নামের একটি গ্যারেজ থেকে ব্যাটারিগুলো ডাকাতেরা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে খুটাখালী পাওয়ার হাউজের মালিক আরিফুল ইসলাম লিটন বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশের নকল পোশাক পড়ে ৫৩টি ব্যাটারি ডাকাতি করা হয়। এসব ব্যাটারির বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ঘটনার পর থানায় অজ্ঞাতদের আসামি করে অভিযোগ করি। এরপর পুলিশ অভিযান চালিয়ে এসব ব্যাটারি উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটার একটি বাড়ি থেকে ডাকাতি করা ৫২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এসময় একটি পিকআপ ভ্যান এবং জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm