চকরিয়ায় পুকুরে ডুবল ছাত্র

চকরিয়ায় বেলাল হোসেন নামে এক মাদারাসা ছাত্র পুকুরে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : চকরিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে মরল শিশু

বেলাল সাহারবিল রামপুর ইসলামিয়া মিজবাহুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণির আবাসিক ছাত্র। সে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হিমছড়ি গ্রামের বশির উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধারের পর আজ দুপুরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় তার বাবা বশির উল্লাহ ছেলে পুকুরে ডুবে মারা গেছে দাবি করে ময়নাতদন্ত ছাড়া দাফনের লিখিত আবেদন করেন। পরে তদন্তে অপমৃত্যু নিশ্চিত হওয়ায় আবেদনটি আমলে নিয়ে মানবিক কারণে সন্তানের মরদেহ বাবার কাছে হস্তান্তর করা হয়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm