চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকায় একটি খেত থেকে লাশটি উদ্ধার হয়।
আরও পড়ুন : প্রবাসীর লাশ পড়ে ছিল আবজর্নার ডোবায়
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে খেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং সিআইডি এসে ফরেনসিক রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর কে বা কারা লাশ ফেলে গেছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্তের কাজ চলছে।
এমকেডি/আরবি